ITBP Recruitment: সাব ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগ চলছে! মাধ্যমিক পাশে আবেদন।

ITBP Recruitment: সম্প্রতি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে Indo-Tibetan Border Police Force -এর তরফ থেকে। রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর! সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে, বয়সসীমা কি লাগবে? কি কি পদে নিয়োগ চলছে? এই সমস্ত তথ্য বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।

Post Name: ITBP Recruitment

এখানে ৯টি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে। যা হল-

  1. Assistant Sub-Inspector (Laboratory Technician)
  2. Assistant Sub-Inspector (Radiographer)
  3. Assistant Sub-Inspector (OTT Technician)
  4. Assistant Sub-Inspector (Physiontherapist)
  5. Head Constable (Central Sterilization Room Assistant) (CSR Astt.)
  6. Constable (Peon)
  7. Constable (Telephone Operator Cum Receptionist)
  8. Constable (Dresser)
  9. Constable (Linen Keeper)

ভ্যাকান্সি- এখানে সবমিলিয়ে মোট ২০টি শুন্যপদ রয়েছে। পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য।

Salary

এখানে প্রতিটি পদে আলাদা আলাদা পে লেভেল 7th CPC অনুযায়ী মাইনে দেওয়া হবে।

Pay LevelSalary
Pay Level 529,200/- to 92,300/-
Pay Level 425,500/- to 81,100/-
Pay Level 321,700/- to 69,100/-

শিক্ষাগত যোগ্যতা

Constable (Peon): যেকোন বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক (10th) পাশ অথবা সমতুল্য যোগ্যতা থাকা চাই।

অন্যান্য পদগুলির ক্ষেত্রে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ করার সাথে ডিপ্লোমা হোল্ডার হতে হবে। অথবা, এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নেবেন।

বয়সসীমা- প্রার্থীর বয়স নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের উর্ধসীমায় ০৫ বছর এবং ০৩ বছরের ছাড় পাবেন। ২৬/১১/২০২৪ তারিখ অনুযায়ী বয়সসীমা হিসাব করে নিতে হবে।

How To Apply: ITBP Recruitment

আবেদন প্রক্রিয়া- আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সর্বপ্রথম, ITBP অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদনকারীর নাম নথিভুক্ত করতে হবে। এরপরে, সমস্ত তথ্য পূরণ করে, স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি পেমেন্ট করতে হবে।

আবেদন ফি- SC/ST/PWD শ্রেনীদের জন্য কোনপ্রকার আবেদন ফি নেই। অন্যান্য অসংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: এখানে মোট ৬টি ধাপের মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।

  • Physical Efficiency Test
  • Physical Standard Test
  • Written Test
  • Documentation
  • Practical Examination
  • Medical Examination

গুরুত্বপূর্ণ তারিখ

Online Application Start28/10/2024
End Of Online Application26/11/2024
About Author
গৌতম মন্ডল

গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।