BHEL Internship Recruitment 2025- Big Update! ব্যাপক সংখ্যায় সুপারভাইজার এবং ইঞ্জিনিয়ার ট্রেনী পদে নিয়োগ চলছে। মাসিক বেতন ৫০ হাজার।

BHEL Internship Recruitment 2025- আরও একবার চাকরি প্রার্থীদের জন্য দারুন খুশির খবর নিয়ে এল BHEL (ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড)। তাদের তরফ থেকে নতুন করে শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে নতুন বছরের প্রথমভাগে। এই বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ারিং ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে BHEL তরফ থেকে। মোট ৪০০ টি শূন্যপদে এখানে নিয়োগ দেওয়া হবে। এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী রাজ্যের ২৩টি জেলা থেকেই। 27 বছর আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

এই প্রতিবেদনটি এই বিজ্ঞপ্তি সম্পর্ক বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, নিয়োগকারী সংস্থামোট শূন্যপদ, বয়সসীমাশিক্ষাগত যোগ্যতাআবেদনের শুরুর আর শেষের তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য পরিবেশন করা হয়েছে। তথ্য গুলি মন দিয়ে পড়ে তবেই আবেদন করবেন।

Read More: নতুন কর্মী নিয়োগ SC, ST, OBC দপ্তরে, মাসিক বেতন ১২,০০০ টাকা।

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা:

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) ইঞ্জিনিয়ারিং ট্রেইনি এবং সুপারভাইজার ট্রেইনি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা জানিয়েছে যে মোট শূন্য পদের সংখ্যা অনেকগুলি (৪০০ টি)। শূন্য পদের সংখ্যা ভিন্ন ভিন্ন, ক্যাটাগরি অনুযায়ী। অফিসিয়াল নোটিফিকেশনটি দেখার অনুরোধ রইল এই বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য।

বয়সসীমা: (BHEL Internship Recruitment 2025)

আবেদনযোগ্য হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া SC/ST, OBC এবং PWD শ্রেণীর চাকরিপ্রার্থীরা যথাক্রমে ৫ বছর, ৩ বছর এবং ১০ বছরের বয়সের ছাড় পাবেন যা সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

মাসিক বেতন:

Internship চলা কালীন ইঞ্জিনিয়ারিং ট্রেনি পদে প্রশিক্ষণরত দের ৫০,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে বেতন হবে ৬০,০০০ টাকা।

Internship চলা কালীন সুপারভাইজার ট্রেনি পদে প্রশিক্ষণরত দের ৩২,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে মাসিক বেতন হবে ৩৩,৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: (BHEL Internship Recruitment 2025)

ইঞ্জিনিয়ারিং ট্রেনি পদে আবেদনযোগ্য হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি (পূর্ণ সময়ের জন্য ) বা ৫ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রিধারী হতে হবে। একই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ৬৫% নাম্বার পেয়ে থাকতে হবে।

সুপারভাইজার ট্রেনি পদে আবেদনযোগ্য হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রীধারী হতে হবে। একই সাথে নূন্যতম ৬৫% নাম্বার পেয়ে থাকতে হবে।

How to Apply for BHEL Internship Recruitment 2025:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথমে চাকরিপ্রার্থীরা BHEL এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে login করতে হবে এবং পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর প্রয়োজনীয় ব্যক্তিগত এবং শিক্ষাগত (Individual and Educational) তথ্য প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সবশেষ ধাপে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। UR/EWS/OBC প্রার্থীদের জন্যে ১০৭২ টাকা আবেদন ফি এবং SC/ST/PWD/Ex-Servicemen প্রার্থীদের জন্যে ৪৭২ টাকা আবেদন ফি রাখা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া:

এই BHEL Internship Recruitment 2025 আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার সাহায্য নেওয়া হবে।

IMPORTANT DATES:

Application Started01/02/2025
Last Date of Application28/02/2025

Important Links:

Official WebsiteClick Here
Official NotificationDownload

About Author
Mrinmoy Sinha

মৃন্ময় সিন্‌হা! Bong Find সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।