Central Bank Recruitment 2025: Huge Update! বিপুল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো সেন্ট্রাল ব্যাংক। শিঘ্রই আবেদন করুন।

Central Bank Recruitment 2025 : আবার ব্যাংকে শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যা চাকরিপ্রার্থীদের জন্য ব্যাপক সুখবর। এইবার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক শূন্যপদে কর্মী কর্মী নিয়োগ হবে যা এই বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানা গেছে। সকল চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে। তাই দেরি না করে যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন।

আজকেরে এই প্রতিবেদনে এই বিজ্ঞপ্তি সম্পর্ক বিস্তারিত তথ্য যেমন- নিয়োগকারী সংস্থাপদের নাম, বয়সসীমামোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতাআবেদনের শুরুর আর শেষের তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তথ্য গুলি মন দিয়ে পড়ে তারপর আবেদন করুন।

পদের নাম: (Central Bank Recruitment 2025)

জোন বেস অফিসার (ZBO) পদে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদের সংখ্যা:

এখানে এই পদে অর্থাৎ জোন বেস অফিসার (ZBO) পদে মোট শূন্য পদের সংখ্যা ২৬৬ টি। শূন্যপদের সংখ্যা ভিন্ন রয়েছে একাধিক জোন অনুযায়ী। আমেদাবাদ (১২৩ টি), চেন্নাই (৫৮ টি), গোহাটি (৪৩ টি) এবং হায়াদ্রাবাদ (৪২ টি)

Read More: প্রচুর গ্রুপ ডি কর্মী নিয়োগ রাজ্যের জেলা শাসক অফিসে, আবেদন করুন রাজ্যের ২৩ জেলা থেকেই।

বয়সসীমা: (Central Bank Recruitment 2025)

এখানে চাকরিপ্রার্থীদের নূন্যতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহন করার জন্য। তাছাড়া সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী সরকারি নিয়ম অনুসারে যেমন SC/ST চাকরিপ্রার্থীরা ৫ বছরের এবং OBC চাকরিপ্রার্থীদের ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো:

এক আকর্ষণীয় মাসিক বেতন প্রদান করা হবে সেই সব চাকরিপ্রার্থীদের যারা এই পদের জন্য নির্বাচিত হবেন যা ন্যূনতম 48,480 টাকা থেকে সর্বোচ্চ 85,920 টাকা পর্যন্ত হতে পারে। মাসিক বেতনের পাশাপাশি কিছু বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে যা ব্যাংকে চাকরির ক্ষেত্রে প্রদান করা হয়।

শিক্ষাগত যোগ্যতা:

এই নিয়োগ প্রক্রিয়ায় Central Bank Recruitment 2025 অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সিও যোগ্যতা অর্জন করে থাকবে হবে।

How to apply for Central Bank Recruitment 2025

আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে অনলাইনে মাধ্যমে। সর্বপ্রথমে চাকরিপ্রার্থীদেরকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া:

পরীক্ষায় চারটি বিভাগ রাখা হয়েছে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের নির্বাচিত করার জন্য। English Language, Banking, Computer and General Knowledge। এই পরীক্ষায় 120 টি প্রশ্নের জন্য 120 নম্বর থাকবে এবং তার জন্য মোট 80 মিনিট সময় প্রদান করা হবে

Application Fees:

৮৫০ টাকা Application Fees প্রদান করতে হবে এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের। ১৭৫ টাকা প্রদান করতে হবে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের যেমন- SC/ST/PwBD/মহিলা চাকরিপ্রার্থীদের

IMPORTANT DATES:

Application StartedApplication process is going on
Last Date of Application09/02/2025

অফিসিয়াল নোটিফিকেশনটি দেখার অনুরোধ রইল এই বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য।

Important Links:

Official WebsiteClick Here
Official NotificationDownload

About Author
Mrinmoy Sinha

মৃন্ময় সিন্‌হা! Bong Find সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।