Govt Internship: দেশের বেকার যুবক-যুবতীদের জন্য কাজ শিখে চাকরি পাওয়ার বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় ভারতীয় বেকার যুব সম্প্রদায়ের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ট্রেনিং প্রকল্প বা ইন্টার্নশিপের কথা ঘোষণা করা হয়।
এই বিষয়ে কেন্দ্রীয় বাজেটে নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার্য করা হয়েছিল। এইবারে এই সমস্ত ইন্টারশীপের মাধ্যমে যুবক-যুবতীরা কাজ শিখে অর্থ রোজগার করতে পারবেন। এই ইন্টার্নশিপ সম্পর্কে বিস্তারিত বিবরণ রইলো আজকের প্রতিবেদনে।
বর্তমান যুগে একটি ভাল চাকরি পাওয়া দিনে দিনে কঠিন হয়ে উঠছে। সেই কারণেই পূর্ব অভিজ্ঞতা অর্জন করার জন্য ইন্টার্নশিপ একটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা যেমন একটি কাজ সঠিকভাবে শিখে নিতে পারবেন তেমনি প্রতিমাসে স্টাইপেন্ডের মাধ্যমে কিছু টাকা রোজগারও করতে পারবেন।
Govt Internship এর উদ্দেশ্য
এই প্রকল্পের মাধ্যমে সাধারণত ভারতের যুব সম্প্রদায়কে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কাজ পাওয়ার উপযোগী করে তোলার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ভারতের সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিতে যাতে কর্মদক্ষতা বৃদ্ধি পায় সেই দিকেই দৃষ্টিপাত করার জন্য শুরু করা হয়েছে এই ইন্টার্নশিপ প্রকল্প।
Govt Internship যোগ্যতা
১) এই প্রকল্পে আবেদনের জন্য যুবক যুবতীদের সম্পূর্ণরূপে কর্মসংস্থানহীন হতে হবে।
২) যে সমস্ত ব্যক্তিরা একটি সুনিশ্চিত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করেননি, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৩) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ আট লক্ষ টাকা হতে হবে।
Govt Internship সুবিধা
১) চাকরি প্রার্থীরা যারা এখনও পর্যন্ত চাকরি পাননি তারা সরকারি এবং বেসরকারি ইন্টার্নশিপ প্রোগ্রাম এর সঙ্গে যুক্ত হয়ে এই সম্পর্কে কাজ করে জ্ঞান অর্জন করতে পারবেন।
২) পরবর্তীকালে ইন্টার্নশিপের গুরুত্বপূর্ণ সার্টিফিকেট পেয়ে যাবেন যুবক যুবতীরা।
৩) এক্ষেত্রে কাজ শেখার পাশাপাশি প্রতি মাসে ৫০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন এছাড়াও ৬০০০ টাকা অতিরিক্ত বোনাসের বন্দোবস্তও রয়েছে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে।
Govt Internship How To Apply
কেন্দ্রীয় সরকারের Internship প্রকল্পের মধ্যে AITCE Internship, TULIP Internship, Central Government Internship, internship in NITI AAYOG, Digital India Internship Scheme 2024 ইত্যাদি বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।
ইচ্ছুক প্রার্থীরা প্রয়োজনে অফলাইন মাধ্যমেও এই ইন্টার্নশিপ করতে পারবেন। এই বিষয়ে ইতিমধ্যেই Internship in NITI AAYOG থেকে একটি নতুন পোর্টাল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি তরফ থেকে।
আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত নোটিফিকেশন জারি করা হবে বলেই সূত্রের খবর। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই বিষয়ে আরো বিশদে জানার জন্য আমাদের ওয়েব পেজে নিয়মিত চোখ রাখতে একদমই ভুলবেন না।