PM ASHA Scheme: মোদীর নতুন স্কীম চালু! প্রধানমন্ত্রী আশা স্কীম। কারা, কি সুবিধা পাবেন?

PM ASHA Scheme: দেশবাসীর জন্য আবারও এক নতুন প্রকল্প নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কারণে দেশে নানা রকমের উন্নয়ন সাধন হয়ে চলেছে। দেশের কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, মহিলা সকলেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। এর পাশাপাশি দেশের পিছিয়ে পড়া মানুষ আর অগ্রগতির জন্য নিরন্তর প্রয়াস করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

এইবারে এমনই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প নিয়ে হাজির হলো সরকার। কৃষিভিত্তিক দেশ ভারতবর্ষের দরিদ্র কৃষকদের বিভিন্ন প্রয়োজনের কথা চিন্তা করে দুর্দান্ত এই প্রকল্প নিয়ে আসা হল দেশের মাটিতে।

এই প্রকল্পের নাম কী? কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? কোন পদ্ধতিতে আবেদন করতে হবে? এই নতুন প্রকল্পের মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যাবে? এই সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো এই প্রতিবেদনের মাধ্যমে।

প্রকল্পের নাম: প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা যোজনা বা PM-ASHA Scheme।

প্রকল্পের সুবিধা

সম্প্রতিকালে এক মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের কথা মাথায় রেখে ত্রাণ দেওয়ার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা প্রকল্পের পরিসর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মূলত দেশের কৃষকদের দ্বারা উৎপাদিত যে সমস্ত শস্যের দাম MSP র নিচে চলে যায়, সেই সমস্ত শস্যের বিক্রয় এবং ক্রয়ের ক্ষেত্রে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।

যার ফলে কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পেতে সক্ষম হবেন। এর পাশাপাশি বিভিন্ন পণ্যের একটি স্থির মূল্য নির্ধারণের ক্ষেত্রেও কোনরকম সমস্যা হবে না।

এছাড়াও কৃষকদের চাষের খরচ কমানোর দিকেও উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। যার কারণে PM-ASHA স্কিমের অন্তর্গত স্কিম হিসাবে প্রাইস সাপোর্ট স্কিম, প্রাইস স্ট্যাবিলাইজার স্কিম ইত্যাদিও রাখা হয়েছে।

প্রকল্পের জন্য উদ্যোগ

ইতিমধ্যেই এই প্রকল্পের কথা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে এবং এই প্রকল্পের জন্য পরবর্তী অর্থ কমিশনের দ্বারা ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে দেশের কৃষক প্রজাতির ওপর থেকে আর্থিক চাপের প্রভাব বেশ কিছুটা কমতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে যেমন কৃষকের প্রতিটি শস্য চাষের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রধান হবে তেমনই সাধারণ মানুষের প্রতি দিনের জিনিস কেনাকাটার মূল্য নির্ধারিত থাকবে।

আগামী বছর থেকেই এই প্রকল্পের উদ্যোগ শুরু হয়ে যাবে এবং যোগ্য কৃষকেরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে সক্ষম হবেন।

About Author
গৌতম মন্ডল

গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।