কৃষি দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ! প্রতিমাসে স্টাইপেন্ড ৫,০০০/- টাকা। ICAR Internship Apply

ICAR Internship Apply: বর্তমান যুগে চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের internship প্রকল্প চালু হয়েছে। ভারত সরকার চলতি বছরের বাজেট (Budget) পেশ করার সময়ও ইন্টার্নশিপকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়েছে।

তবে এইবার চাকরিপ্রার্থীদের চাকরির পথ সুগম করার জন্য ইন্টার্নশীপের (Internship) সুবিধা প্রদান করতে চলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ বা এক কথায় ICAR।

Department of Science and Technology (DST) এবং Science and Engineering Research Board (SERB) এর অনুপ্রেরণায় Indian Council of Agricultural Research Institutions শুরু করতে চলেছে গবেষণার জন্য ইচ্ছুক প্রার্থীদের Internship Program।

এর জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে? কী কী সুবিধা পাওয়া যাবে? কতদিন এই ইন্টার্নশিপ চলবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি রইল আজকের প্রতিবেদনে।

ICAR Internship

বর্তমান যুগের চাকরি পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন হয়। এই সমস্ত দক্ষতা (Skills) অর্জন করার জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামের সূচনা হয়েছে। এই প্রোগ্রামগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নিজেদের চাকরির জন্য যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করে পরবর্তী সময়ে চাকরির আবেদন করতে পারবেন। এছাড়াও ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে যে সময়কালে প্রশিক্ষণ (Training) প্রদান করা হয়ে থাকে সেই সময়কালকে পূর্ব অভিজ্ঞতা হিসাবে ও বলা যেতে পারে।

Read More: কেন্দ্রের খাদ্য দপ্তরে ১৫,০০০ শুন্যপদে নিয়োগ! 8th/10th পাশে আবেদন।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে যে Internship ব্যবস্থা করা হয়েছে তা হল মূলত গবেষণা বিষয়ে। কৃষিকাজ সম্বন্ধিত গবেষণার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

দেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত প্রার্থীরা এনটোমোলজি, জ়ুলজি কিংবা লাইফ সায়েন্সেস ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর পড়ুয়া রয়েছেন তারা এই প্রোগ্রামের সরাসরি আবেদন করতে পারবেন।

এছাড়াও যে সমস্ত প্রার্থীরা মলিকিউলার বায়োলজি টুলস এর ব্যবহার জানেন এবং কীটপতঙ্গের রিপ্রোডাক্টিভ ফিজ়িয়োলজি নিয়ে ইতিমধ্যেই কাজ করেছেন তারা এই গবেষণার ইন্টার্নশীপে অগ্রাধিকার পেয়ে যাবেন।

কতদিন ধরে এই প্রোগ্রাম চলবে?

যে প্রার্থীকে এক্ষেত্রে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে তাকে মোট দুই মাস সময় ধরে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

এই ইন্টার্নশিপের সুবিধা কী কী?

১) অন্য সমস্ত ইন্টার্নশিপের মতই এক্ষেত্রেও ইন্টারসিটি সম্পূর্ণভাবে শেষ করলে একটি যোগ্যতার সার্টিফিকেট প্রদান করা হবে।

২) ইন্টার্নশিপ চলাকালীন প্রতিমাসে ৫০০০/- টাকা স্টাইপেন্ড (Stipend) প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের নিজেদের বায়োডাটা এবং সমস্ত বিবৃতি Pdf ফাইল অ্যাটাচম্যান্টের মাধ্যমে ইমেইল করে সংস্থার অফিসিয়াল ইমেইল আইডিতে পাঠাতে হবে।

নিয়োগ পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ০৮ই নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

About Author
গৌতম মন্ডল

গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।