সরকারি দপ্তরে কর্মী নিয়োগ, ২২ শে আগস্ট চলবে আবেদন!

পড়ালেখার শুরু থেকে শেষ পর্যন্ত সবার একটি উদ্দেশ্য থাকে তা হলো আদর্শ ক্যারিয়ার গড়া। এর জন্য পড়াশোনা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন অভিজ্ঞতা। নিজের অভিজ্ঞতা বাড়াতে এখন অনেকে বিভিন্ন চুক্তিভিত্তিক কাজে যুক্ত হচ্ছেন।

সম্প্রতি এরকম একটি কাজের সুযোগ নিয়ে হয়েছে নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ (ICMR)। এক বছরের চুক্তির জন্য দুজন Consultant নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। তাই চলুন যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন তারা জেনে নিন এই পদে আবেদন করতে প্রার্থীদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কীভাবে আবেদন জানাবেন, আর কি যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে তা প্রতিবেদনে দেখে নিন।

নিয়োগকারী সংস্থা- নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ (ICMR)

Consultant পদের জন্য নিয়োগ করা হবে। মোট ২ টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের একটি UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রী থাকতে হবে। আদালতের মামলার ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। Central Government Ministries বা PSU তে আদালতের বিভিন্ন বিষয় পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের মধ্যে কারো যদি LLM থাকে, ইংরেজি ও কম্পিউটার ভাষার উপর দক্ষ হয়ে থাকে তাহলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সের কথা বললে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে ।

উক্ত পদের জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। ফর্মে নিজের সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সাবমিট করে দিতে হবে।

উল্লেখ্য এখানে প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। যোগ্য প্রার্থীদের শর্ট লিস্ট করার পর তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে ও শেষে ইন্টারভিউ দিতে হবে।

আবেদন জানানোর শেষ তারিখ – 2nd August 2024

এই সম্পর্কে আরো যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। এছাড়া পরবর্তীতে আরও বিভিন্ন পরীক্ষা, ফলপ্রকাশ সম্পর্কে আপডেট পেতে অবশ্যই ফলো রাখুন আমাদের পোর্টালটি কিংবা আমাদের টেলিগ্রামেও যুক্ত হতে পারেন।

About Author
গৌতম মন্ডল

গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।