Jute Corporation Recruitment: সম্প্রতি নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে The Jute Corporation of India Limited সংস্থার তরফ থেকে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই জুট কর্পোরেশনে বিনামুল্যে প্রশিক্ষন দেওয়া হয়েছে। যার আবেদন অনলাইনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়সসীমা, শুন্যপদ, মাসিক মাইনে কত রয়েছে? সমস্ত কিছু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।
Apprentice Notification No. 03/2024 Date: 30/09/2024
পদের বিবরন
পদের নাম- Apprentice (Procurement of Raw Jute and Grading)
শুন্যপদ- ২০টি। SC- 01, ST- 01, EWS- 02, UR- 09, OBC (NCL)- 07, Total- 20
প্রশিক্ষনের মেয়াদ- ১২ মাস।
শিক্ষাগত যোগ্যতা
যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক/12th পাশ করে থাকতে হবে। যারা 2020, 2021, 2022, 2023 সালে পাশ করেছ, শুধুমাত্র তারাই এখানে আবেদন জানাতে পারবেন। পোস্ট গ্রাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা হোল্ডার তাদের আবেদনযোগ্য নয়।
বয়সসীমা
প্রার্থীর বয়সসীমা হতে হবে নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ২১ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১/০৯/২০২৪ তারিখ অনুযায়ী। SC/ST কাস্টের প্রার্থীরা ০৫ বছর এবং OBC (NCL) কাস্টরা ০৩ বছর বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন। শুন্যপদের রিজার্ভেশন এবং বয়সের ছাড়ের জন্য নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে।
মাসিক স্টাইপেন্ড
Apprenticeship Act, 1961 নিয়মানুযায়ী প্রার্থীদের প্রতিমাসে ৭,০০০/- টাকা প্রতিমাসে স্টাইপেন্ড প্রদান করা হবে। থাকা, খাওয়া, মেডিক্যাল ফ্যাসিলিটি এরকম কোনো সুবিধা পাবেন না। প্রার্থীদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি স্টাইপেন্ডের টাকা প্রদান করা হবে NEFT-এর মাধ্যমে।
পোস্টিং-এর স্থান- সারা ভারতে যেখানে যেখানে Jute Corporation-এর অফিস আছে, সেখানে কাজের পোস্টিং পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। প্রার্থীর উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা (Merit List) বানানো হবে। তার ভিত্তিতে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে সম্পূর্ণ অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে। প্রথমে, Apprenticeship পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে, Apprenticeship Opportunities সেকশনে গিয়ে “The Jute Corporation of India Limited” অপশনে ক্লিক করতে হবে।
এরপরে, বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট করে নিন। তারপরে, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এরপরে, সমস্ত ডকুমেন্টের জেরক্স এটাচ করে, আবেদন পত্রের সাথে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা- CHIEF MANAGER (HR) THE JUTE CORPORATION OF INDIA LIMITED, PATSAN BHAWAN, 3RD & 4TH FLOOR, BLOCK CF, NEW TOWN, KOLKATA-700156
Important Dates: Jute Corporation Recruitment
Cut-off Date for calculating Age | 01.09.2024 |
Start Date for receipt Hardcopy application to JCI. | 30.09.2024 |
Last date for receipt Hardcopy application to JCI | 21.10.2024 |