Railway Group D Recruitment 2024: রেলওয়ের বিভিন্ন পদের পর এবার শুরু হতে চলেছে গ্রুপ D লেভেলে কর্মী নিয়োগ। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা সরাসরি এই পদের জন্য আবেদন করে ফেলতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তাই এই সম্পর্কে বিস্তারিত জেনে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আজকের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কোন কোন পদ রয়েছে? আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী? চাকরিপ্রার্থীর বয়সসীমা কত থাকতে হবে? প্রতিমাসে বেতন কত পাবেন? নিয়োগ পদ্ধতি কী রয়েছে? আবেদন কীভাবে করতে হবে? যেকোনো পরীক্ষার ক্ষেত্রেই এই সমস্ত তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলি থাকলো আজকের প্রতিবেদনে।
নিয়োগকারী সংস্থা | Railway Recruitment Board (RRB) |
পদের বিভাগ | Group D |
Railway Group D Recruitment 2024 Post Name
টেকনিক্যাল পদ
- Helper electrical works
- Helper electrical Ac
- Helper general service
- Track maitarner Gr 4
- Helper civil
- Helper parmanent way
- Electrical power ইত্যাদি
নন টেকনিক্যাল পদ
- Gate man
- Helper medical
- Hospital attendant
- Porter
- Sweeper cup porter
- Assistant point man ইত্যাদি
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ?
টেকনিক্যাল পদের জন্য চাকরি প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকলে এবং তার পাশাপাশি ITI অথবা এপ্রেন্টিসশিপ করা থাকলে আবেদন করতে পারবেন। অপরদিকে নন টেকনিক্যাল পদের জন্য শুধুমাত্র যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে।
চাকরিপ্রার্থীর বয়সসীমা কত থাকতে হবে?
সাধারণ চাকরিপ্রার্থীরা ০১/০১/২০২৫ তারিখের হিসাব অনুসারে ১৮ বছর থেকে ৩০ বছর পর্যন্ত বয়স সীমার মধ্যে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় যথাযথ পরিমাণ ছাড় প্রদান করা হবে।
প্রতিমাসে বেতন: এক্ষেত্রে লেভেল 1 এর বেতন অনুসারে প্রতিমাসে মোট ২৮,৫১২/- টাকা বেতন পাওয়া যাবে ।
নিয়োগ পদ্ধতি:
প্রথমে লিখিত পরীক্ষা তারপরে শারীরিক পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাইকরণের পর নিয়োগ করা হবে।
এক্ষেত্রে, কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট ১০০ নম্বরের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। অপরদিকে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে ও পুরুষ এবং মহিলা প্রার্থীদের আলাদা আলাদা পরীক্ষার নিয়ম ধার্য করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটির প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আবেদন কীভাবে করতে হবে?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে।
আবেদন কবে থেকে শুরু হবে?
Railway Group D Recruitment 2024 দ্বারা প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার অনুসারে অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের মধ্যেই এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।