৩০ হাজার শুন্যপদে ভারতীয় রেলে নিয়োগ! নিয়োগ প্রক্রিয়া দেখে নিন। RRB Kolkata Recruitment 2025

RRB Kolkata Recruitment 2025: ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে বিশাল শূন্য পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরির প্রার্থীরা রেলওয়ের অ্যাপ্রেন্টিস ট্রেনিং গুলি করে রেখেছেন তাদের জন্য আসতে চলেছে সুবর্ণ সুযোগ।

৩০ হাজারেরও বেশি শূন্য পদে এবার গ্রুপ ডি পদে যোগ্য কর্মীদের নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল বিভাগ। এই নিয়োগ সংক্রান্ত আপনাদের প্রশ্নের উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Post Name: RRB Kolkata Recruitment 2025

ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে সমস্ত পদে কর্মীদের নিয়োগ করা হবে সেগুলি নিচে উল্লেখ করা হলো –

  1. ASSISTANT (WORKSHOP)
  2. ASSISTANT BRIDGE
  3. ASSISTANT C&W
  4. ASSISTANT DEPOT (STORES)
  5. ASSISTANT LOCO SHED (DIESEL)
  6. ASSISTANT LOCO SHED (ELECTRICAL)
  7. ASSISTANT OPERATIONS
  8. (ELECTRICAL)
  9. ASSISTANT POINTSMAN
  10. ASSISTANT SIGNAL & TELECOM
  11. ASSISTANT TRACK MACHINE
  12. ASSISTANT TL & AC
  13. ASSISTANT TL & AC (WORKSHOP)
  14. ASSISTANT TRD
  15. ASSISTANT WORKS
  16. ASSISTANT WORKS (WORKSHOP)
  17. OSPITAL ASSISTANT
  18. TRACK MAINTAINER GRADE IV

Vacancy

২০২৪ সালের রেলওয়ে গ্রুপ ডি পোস্টের জন্য নূন্যতম ৩০,০০০ ভ্যাকেন্সি থাকতে চলেছে।

Salary

কেন্দ্রীয় সরকারের রেলওয়ের কর্মী হিসেবে নিযুক্ত হলে সপ্তম CPC অনুযায়ী পে লেভেল 1 অনুসারে ন্যূনতম ১৮,০০০/- টাকা বেতন হিসাবে পাবেন প্রার্থীরা। এর পাশাপাশি অন্যান্য এলাউন্স এবং সুযোগ-সুবিধা মিলিয়ে মোট ৩১,০০০/- টাকা বেতন হিসাবে পাওয়া যাবে। এই বেতনের পরিমাণ অবশ্যই যে শহরে পোস্টিং হবে তার ওপর নির্ভর করবে।

Read More: রাজ্যের বেকার ছেলেমেয়েরা প্রতিমাসে পাবে ১৫০০/- টাকা! এইভাবে আবেদন করুন।

Qualification: RRB Kolkata Recruitment 2025

এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে বিশেষ কয়েকটি পদের জন্য ITI এর সার্টিফিকেট এবং রেলওয়ে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকা আবশ্যক। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

Age Limit

কোভিড 19 অতিমারির কারণে বেশ কয়েক বছর ধরে স্থগিত ছিল রেলওয়ের নিয়োগ প্রক্রিয়া। সেই কারণে চলতি বছরে আবেদনকারী প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় প্রদান করা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

How To Apply For RRB Kolkata Recruitment 2025

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

Selection Process

প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা এবং তারপরে ফিজিক্যাল এফিশিয়েন্সি পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের যোগ্যতা বিচার করা হবে। এই যোগ্যতার সীমা পার করলে যোগ্য ব্যক্তিদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট বা PET র বদলে অন্য মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Exam Syllabus: RRB Kolkata Recruitment 2025

CBT/ Computer Based Test: সাধারণ বিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং বিষয়ে প্রার্থীদের মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

Physical Efficiency Test: এক্ষেত্রে পুরুষদের জন্য ৩৫ কেজি ওজনের বস্তু ২ মিনিট সময়ের মধ্যে ১০০ মিটার নিয়ে যেতে হবে এবং ৪ মিনিট ১৫ মিনিট সময়ের মধ্যে এক কিলোমিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। অপরদিকে মহিলাদের ক্ষেত্রে ২০ কেজি ওজনের বস্তু ২ মিনিট সময়ের মধ্যে ১০০ মিটার নিয়ে যেতে হবে এবং ৫ মিনিট ৪০ সেকেন্ড সময়ের মধ্যে ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।

Application Fees

পুরুষ প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং সমস্ত মহিলা ও SC, ST, PWBD, EWC প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন মূল্য নির্ধারিত করা হয়েছে। এক্ষেত্রে প্রথম কম্পিউটার বেসড পরীক্ষার পর সাধারণ এবং ওবিসি পুরুষ প্রার্থীদের ৪০০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ২৫০ টাকা রেলওয়ে পক্ষ থেকে রিফান্ড করা হবে।

Important Dates

অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের মধ্যে এই বিষয়ে বিস্তারিত Official বিজ্ঞপ্তি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত করা হবে। তাই যে সমস্ত প্রার্থীরা এই পথগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই নিয়মিতভাবে RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

About Author
গৌতম মন্ডল

গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।