যেসব প্রার্থীরা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের মুখে এবার হাসি ফুটতে চলেছে। কারণ সম্প্রতি North East ফ্রন্টিয়ার রেলওয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই মুহূর্তে North East রেলের তরফ থেকে জানানো হয়েছে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ছেলে মেয়ে নির্বিশেষে এখানে আবেদন জানাতে পারবে।
যারা রেলে চাকরির অপেক্ষায় ছিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন এবার তাদের সেই লক্ষ্য পূরণ করার সময়। তাহলে জেনে নিন কোন পদে নিয়োগ হতে চলেছে, এই পদে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আবেদনের সময়সীমা কত, কীভাবে আবেদন করবেন ইত্যাদি। এই সমস্ত তথ্য জানার জন্য আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা: North East Frontier Railway
কোন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে?
- Account Clerk Cum Typist
- Junior Accounts Assistant Cum Typist
কতগুলি শূন্যপদ রয়েছে?
Account Clerk Cum Typist -21
Junior Accounts Assistant Cum Typist- 96
পদগুলিতে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?
Account Clerk Cum Typist পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাস থাকতে হবে।
Junior Accounts Assistant Cum Typist পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ হতে হবে বা সমতুল্য ডিগ্রী থাকতে হবে।
এছাড়া কম্পিউটারে ইংরেজি বা হিন্দিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের বয়স কতো থাকতে হবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে থাকতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন। OBC প্রার্থীদের জন্য তিন বছরের এবং SC/ST দের জন্য পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে।
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন?
প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। নিজের যোগ্যতার মানদণ্ড পূরণ করতে তা নিশ্চিত হয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
আবেদন ফর্ম পূরণ করার জন্য প্রথমেই RRC উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হলে ফর্ম ফিলাপ করা যাবে। নিজের সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে, যেসব ডকুমেন্টস আছে সেগুলি আপলোড করে সাবমিট করুন।
নির্বাচন প্রক্রিয়া:
কয়েকটি পদক্ষেপ এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। এরমধ্যে রয়েছে-
- Written Test
- Typing Skill Test
- Document Verification & Medical Examination
আবেদনপত্র জমা দেওয়ার আগে অবশ্যই অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে হবে আবেদন জানান। আগামীতে অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষার সম্পর্কে আপডেট পেতে ফলো রাখুন আমাদের পোর্টালটি।