WBP DEO Recruitment: পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ! ৪৪টি শুন্যপদে ফর্ম ফিলাপ চলছে।

WBP DEO Recruitment: সাইবার ক্রাইম কলকাতা থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের যেকোন জেলা থেকে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ চলছে।

কিভাবে এখানে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে? শিক্ষাগত যোগ্যতা, মাসিক মাইনে, বয়সসীমা, শুন্যপদ কি রয়েছে? সমস্ত কিছু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।

পদের নাম– এখানে ছয়টি আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ চলছে। যেগুলি হল- Data Entry Operator, System Administrator, Software Developer, Security And Network Administrator, Senior Software Developer।

শুন্যপদ– এখানে সবমিলিয়ে মোট ৪৪টি শুন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

Data Entry Operator: প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে, Computer Application সার্টিফিকেট থাকতে হবে।

মাইনে- এই পদে প্রতিমাসে ১৬,০০০/- টাকা মাইনে প্রদান করা হবে।

Read More: ব্যাঙ্কে অফিস অ্যাটেনডেন্ট নিয়োগ! মাধ্যমিক পাসে আবেদন করুন।

শুন্যপদ- ১১টি।

নিয়োগ পদ্ধতি- এখানে মোট ৪টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, অনলাইন টেস্ট বা লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে, প্র্যাক্টটিকাল টেস্ট ও ইন্টারভিউ হবে। সবশেষে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

আবেদন প্রক্রিয়া- সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন জানাতে হবে। প্রথমে, সংস্থার অফিশিয়াল পোর্টালে যেতে হবে। এরপরে, আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

তারপরে, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন সম্পূর্ণ হবার পর সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রাখবেন।

যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে– পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আবেদনকারীর স্বাক্ষর, আধার কার্ড, শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট।

আবেদন ফি: এই চাকরিতে ফর্ম ফিলাপ করতে গেলে, কোনো প্রার্থীকেই কোনো আবেদন ফি দেবার প্রয়োজন নেই।

গুরুত্বপূর্ণ তারিখ: ২৫শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ১৮ই অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

About Author
গৌতম মন্ডল

গৌতম মন্ডল, Bong Find-এর কনটেন্ট রাইটার। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। বিগত ৪ বছরের বেশি সময় ধরে কনেন্ট রাইটার পেশার সাথে যুক্ত।